বলি   তুই হিন্দু তুই মুসলিম -মজলুম তবে কে,
তোদের ভাগের মা কবে বল আর গঙ্গা পাবে?
জাতের লড়াই জিতে ফিরে দেখ কার পাতে কী রয়,
হিন্দু মুসলিম দিন শেষে আপন লাশের বোঝা'ই বয়!
যারা তোদের লড়িয়ে দিয়ে নিচ্ছে মজা লুটে,
আজন্ম তাদের পূজা করবি মাথা নুয়ে করপুটে?
দেখ ক্ষমতার প্রশ্নে রাম রহমান ঠিক'ই মিলে ভাই ভাই,
তাদের কাছে তোদের শ্রম ঘামের আলাদা নাম নাই।
আজ পশুদের জয় হয়েছে জিতে গেছে ধর্ম
মনুষ্যত্ব গেছে বেনোজলে ভেসে-
হিংসার ধ্বজা ধরে ভুলে গেছে মানুষ ভ্রাতৃত্বের মর্ম
খোদা ভগবান লড়েনি কভু-
লড়েছে ষাঁড়ের দল
ভারতে মুসলিম, এ দেশে হিন্দুরা দুর্বল
আর খোদা ভগবান এক আসরে রক্ত পেয়ালা চুমে
সিংহাসনে বসে শান্তির গান গায়-
ভরা ক্ষুধার মৌসুমে
যখন ভাতের লড়াই লড়ার কথা লড়ছে জাতের জন্য
ভারত কিংবা বাংলাদেশের-
হিন্দু মুসলিম ধন্য!
তোরাই কেবল ধর্মের ষাঁড়,কেউ সাদা আর কেউ গেরুয়া
না বুঝেই সব সঙ্গত করিস- আদতে তোরা জাত ভেড়ুয়া!
আয় মজলুম যত হাতে হাত রেখে করি মোনাজাত
দলাদলি ছেড়ে গলাগলিতেই মিলবে রাহে নাজাত।