আমি চাই তুমি আমাকে স্বীকার করো-
যেমন ভিটে বাড়ি সব হারিয়েও হামিদ দাদু স্বীকার করেন তাঁর প্রিয় নদীর নাম; দুধকুমার!


তুমি আমাকে শুধুই স্বীকার করে নাও-
যেমন নিরুপায় কবি স্বীকার করেন; একমাত্র কবিতাই তাঁর প্রথম ও শেষ প্রেমিকা!


দক্ষ অভিনেত্রীর মতন হলেও আমাকে স্বীকার করো-
একজন প্রেমিক নিখুঁত প্রেমের গপ্পো শোনাচ্ছেন, যেন প্রেমিকাকে তার পাওয়া হয়ে গিয়েছে!


আমি চাই তুমি স্বীকার করো-
এখানে যে হাওয়ায় হৃদয় পোড়ার গন্ধ ভাসে,
সেই একই হাওয়া ছুঁয়ে যায় তোমার বাড়ি ও উঠোন,
যেমন অসহায় পাতারা ঝরে এখানে, ওখানেও তেমন।


আমি চাই তুমি একবার স্বীকার করে নাও-
'কবুল' উচ্চারণের আগে সবচাইতে ঘৃণ্য ও অসহায় যে মুখটি তোমার চোখে ভেসে উঠেছিলো-
সে একমাত্র আমিই ছিলাম, আমারই মুখ!


আমি চাই একবার,
শুধু একবার, মিথ্যে করে হলেও তুমি স্বীকার করো,
এবং; আমার চাহিদাকে খুন করে আমাকে বাঁচাও!