মেঘের আড়ে সূর্য ডুবে
বাদল নামে মাঠে,
জবুথবু ভিজছে বঁধূ
তালপুকুর ঘাটে।
হল্লা করে ছেলের দল
খেলছে ভিজে ভিজে,
ভয় নেই ঠান্ডা লাগার
সুখানন্দ কিয়ে!
মুষলধারে বৃষ্টি ঝরে
যায়না দেখা গ্রাম,
ভিজছে পাখি গাছের ডালে
ভিজছে পাকা আম।
ছেলেমেয়ে স্কুলে যাবে
নেই যে কোন ছাতা,
মাথার উপর ছাতার মত
মান কচুর পাতা।
মেঘ গুড়গুড় ডাকছে মেঘে
দিনে নামে আঁধার,
বাইরে যেতে ভয় লাগে
বৃষ্টি -জল-কাদার!