যেথায় নীল আকাশটা দিগন্তে আছে নুয়ে,
যেথায় নিঝুম পাহাড় মাটিতে আছে শোয়ে।
আমি রব সেথায় ঐ দুর পাহাড়ের চুড়ায়,
বুকে যার মাথা রেখে ঝরণা গড়ায়!
জন্মভুমি মাগো তুমি স্বদেশ আমার,
বাউলেরা একতারায় সুর তুলে তোমার।
সেথায় সকলে মিলে করি জমি চাষ,
সুখে-দুঃখে একসাথে কাটাই বারোমাস।
সোনালী সরষে ফুলে মনের কথা বলি,
সেথায় বাগানে, নব জাগরণে ফুটে ফুলকলি।
পদ্মা, মেঘনা, যমুনার বহে গতিধারা,
ছুটে চলে অবিরাম যেন কিসের তাড়া!
গাঁয়ের বঁধূ কলসী কাখে জলকে চলে ঘাটে,
দুরদিগন্তে আবীর রাঙা সূর্য্য যাবে পাটে।
নদীর বুকে নৌকা চলে রঙিন বাদাম তুলে,
উদাস মাঝি গান ধরে সকল চিন্তা ভুলে!
কাজল মেঘের ছায়ায় বসে রাখাল বাঁশীর সুর,
অবাধ গগনে পাখিরা সেথা উড়ে যায় বহুদূর।
সবুজ ঘাসে শোয়ে থাকতে লাগে কি মধুর,
শিশির মাখা রাত্রি সেথা আঁধার কেটে ভোর।
রাতের বেলায় বনের ঝোঁপে জোনাকিরা জ্বলে,
খোঁজে ফিরিও সেথায় আমায,যাব যখন চলে!

                                                  -------২০/১০/১৯৮৭