ফুল ফুটেছে       হুল ফুটেছে
      ফুল তুলতে গিয়ে.
মেঘ জমেছে,    বাণ ডেকেছে,
     ঝড় আসছে ধেয়ে!
ভোর হয়েছে      সুর রয়েছে
     মিষ্টি পাখির গলে,
তড়িঘড়ি,          ওঠে পড়ি,
    যেতে হবে স্কুলে!
ছুটির পরে       ফিরে ঘরে
    খেলতে যাব মাঠে.
খেলা শেষে,    বাড়ি এসে,
       মন দিব পাঠে!