জয়নুল আবেদিন পার্কে বসি ব্রহ্মপুত্রের পাড়ে,
মুদিত মোর শ্রান্ত চক্ষু ছায়াবৃক্ষের ধারে!
শারদ প্রাতে শিশিরভেজা নরম-কোমল ঘাসে,
মহানন্দে মহানদে রাজহাঁসের দল ভাসে।
নগর অন্তস্থ নদের ধারে হিমু আড্ডাখানি,
সেথায় বসি বন্ধুরা সব সন্ধ্যেয় একটুখানি।
ছিপজালেতে মাছ শিকার করে কোন জেলে,
অস্তগত প্রাণ প্রবীন দেহে গৃহকোণ ফেলে!
শহর পাড়ে নদীর ধারে জমে পণ্যের মেলা,
ছেলে বুড়ো সবাই মিলে কাটিয়ে দেয় বেলা!
কিশোরবেলার সেই মৈমনসিংদেখি নয়ন ভরে,
বদলি নিয়ে গিয়েছিলাম তেত্রিশ বছর পরে!
পুরোনো সব অলি-গলি আগের মতই আছে,
মৈমনসিং এর আকাশ-বাতাস ডাকে যেন কাছে!