এখানে গেড়েছি নোঙ্গর
হৃদয়ের বন্দরে,
বানিজ্য যত করি আমি
তোমারই অন্তরে!
এদেশ ওদেশ ঘুরে ফিরে
সঞ্চয় যত পণ্য,
সবই দেব তোমায় আমি
ভালবাসার জন্য!
ঢেলে দেব সকল কিছুই
তোমার চরণ কাছে,
এসব ছাড়া বল আমার
দেয়ার কিই বা আছে!
তিল তিল করে জমানো
আমার সকল ভালবাসা,
বিলিয়ে দিব তোমার তরে
পুরবে মনের আশা!
অচেনা এই ঘাটে তোমার
বানিজ্য তরী এসে,
তোমায় নিয়েই ফিরব আমি
আমার সোনার দেশে!
ময়ূরপঙ্খী নাওখানা মোর
ভিড়ল তোমার ঘাটে,
দিনের শেষে রবি যখন
অস্ত গেল পাটে!