হায়রে বিধী একি নিয়ম-
তোমার দুনিয়ায়?
যতই কাছে টানি  তবুও-
আপন কেউ নয়।
অনেকেই পেল সুখের আভাস,
পেল ভালোবাসা-
আমায় কেন করলে গরীব?
দিলে হতাশা।
সুখি গাইলো সুখের গান,
ছন্দে তুলে সুর-
আমায় কেন গরীব বানাইয়া,
রাখলে বহুদূর?
সুন্দর করে গড়লে মানুষ-
দিয়া আপন হাতে,
সব মানুষের তো একি সৃষ্টি-
কেন রাখলে না একসাথে?
দুঃখই যদি  দিবে বিধী-
কেন গরীবের বুকে,
সুখের গান গাইছে যারা-
তাদের পারেনা চোখে?
এ কেমন তোমার লীলা খেলা,
বোঝেনা মানুষ-
নিজের সুখের জন্য কারো,
নাইকো একটু হুশ।
নিজ পুত্র ধরল লাঠি,
নিজের পিতার তরে-
আসন কেন কাঁপলো না তোমার,
এই মমতার ডরে?