সেই গাছটি,
এখনো রয়েছে যেখানে সেখানে পরে ।
তারপত্রে অনুপ্রণিত হয়েছে বলে
অবাক হয় এই প্রকৃতি।
_
কেউবা,তার পাতা চিরে নিয়ে যায়
তরকারি খাওয়ার জন্যে,
শরীরের উপকারী তাই 'বলে`
-
আবার তার গোড়া,যাকে বলে মুড়া।
"সজি বলে চিনে তারে ।"


অবাক হইয়'না..........
সে কেউ নয়,সামান্য কচুগাছখানি ।


অসীম বৃষ্টিতে পানি হাত থেকে রক্ষার্থে
ছাঁতা হিসেবে গড়ে নেয় তার পাতাখানি।
-
আবাদও হিসেবে ধরে নেয় এই গাছটাকে ।
কিছু টাকা অর্জন করবে,
তাই থাকে অনেকে আশামুখী হয়ে।