তুমি আসবে তাই,
গোলাপের সুমশ্রিত মলিন
বাতাসে সুগন্ধ ছড়ায়।
পাখিরা গান গেয়ে যায়
সকাল-সন্ধ্যায় অকুলধারায়।


তুমি আসবে বলে তাই,
শিশির ভেঁজা ঘাসের উপর
দিয়ে হেটে বেড়াই।
সুনীল অসীম আকাশে
সূর্যটাও উঠছে হাঁসিয়ে।
তুমি আসবে বলে।


তুমি আসবে বলে তাই,
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা
বাংলার এ সবুজ করুন ডাংগায়
আজো সেই ছোট বালকেরা খেলে বেড়ায়।
শরতের কাশবন হাঁসতে থাকে।
তুমি আসবে বলে।


তুমি আসবে বলে তাই,
সন্ধ্যার সুনীল বাতাস
ফিসফিস করে দিয়ে য়ায় আবাস।
বাংলার এই হাওয়া,এই জল  মনটাকে করে দিয়ে যায় সুশীতল।


তোমার কথা চিন্তিত মনে,
কখন যে গেছি হারিয়ে
অজানা কোন অরন্য দেশে।