চাষি ধান কাটিতে-কাটিতে,
আয়না কুড়াইয়া পাইল ক্ষেতের মাটিতে।
সেই দেশে আয়না তখনও তৈরী হয় নাই,
মানুষ জন কেমনেবুঝিতে পাই।
আয়নার দিকে চেয়ে থাকিয়া,
বাপজানের ছবি ভাবিল নিজের ছবি দেখিয়া।
আনন্দে থাকিল তার মনটা,
প্রতিদিন আয়নার দিকে চেয়ে
ভরে যায় হ্নদয়টা।
এই দেখে তরে,তার স্তী ভাবে
প্রতিদিন কী দেখে কলসিতে।
যখনি আয়নায় পড়ে তার মুখ,
ঝাঁটা দিয়ে বারি মারে
আর ভাবে নাশ হল তার সুখ।
দেশ হতে দেশান্তরে লোক থাকিল ছুটিতে,
সেই আয়না খানি দেখিতে।
বলা-বলি,শোনা-শুনির পরে
চিহ্নত হইল আয়না খানি যে।


মন্তব্য:কবি জসীম উদ্দীন এর আয়না গল্প থেকে কবিতা অকারে খন্ডায়িত করা হয়েছে।।পুরো জানতে আলোচনা সভায় নজর দিন