স্মৃতির চারনে গাঁথিয়া আছ
তুমি সবার জীবনে ।
তুমি যে এই শ্রেষ্ট ধরার,একমাএ
সকল অন্তরের পথের পাথেয় ।
তোমার দূরন্ত শক্তি,
অতুলনীয় ভালোবাসা
এই প্রেম জীবনের
আলোকিত আলোর আশা ।
তোমার কাব্যে দেখিয়াছি মোরা,
তুমি রাধাঁর পিছনে ছুটে
কী ভাবে হয়েছ দিশেহারা ।


তোমার দুষ্টমির প্রভাব
ভরিয়া দিয়াছ সবের অন্তরে ।
জাগিয়া দিয়াছ,বিষ্তারের স্মৃতি
ধরণীর যত মৃত্তিকার মৃত্তি ।
তোমার চুরি করে খাওয়া মাখনে,
মনেতে সেই স্বাদ জাগিয়াছে স্বপনে ।
রাধাঁর প্রেমেতে পড়ে যেমন
হয়েছ তুমি পাগল,
তোমার কারনে ভালবাসায় ডুবিয়াছি
তোমার পাগলামির চেয়ে ডাবল ।


'শুভ জন্মঅষ্টমী'