ওহে কেশবতী,
তোমার বাতাসে দোল খাওয়াচুলে পাগল হয়েছিলাম আমি।
হয়তো মনের অজান্তে,
ভোমর হয়ে ফুলের সুগন্ধে ছুটে গিয়ে ছিলাম তোমার কাছে।
পাখি হয়ে উড়ছিলাম তোমার আশেপাশে।
ভালবেসে মনের কথা বলছিলাম তোমার সনে ।
কিন্তু না-আর না,ভালবাসিনা তোমায় ।
আমি চাই না,গোলাপের বিজরিত পাপড়ির মত হাঁসতে।
চাই না ছোট বালকদের মত ছোটাছুটি করতে ।
জ্যোতি,সত্যি বলছি
আমি ভালবাসতে চাই না আর তোমায়।
আমি চাই না আর,
সিগেরেটের জলন্ত আগুনে পুড়তে।
ভালো লাগে না ছোট বাচ্চার মত
আধঁ আধঁ কথা শুনতে।
কোকিলের সুরেলা সুরের গান
শুনতে ইচ্ছে করে না,
আকাশের তারা গুনতে
মন যে করে মানা ।


এখন শুধু একলা করে,
অঝোর ধারার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে ।
তবুও মাঝে মাঝে,
এখনও আস তুমি স্বপ্নেও মনে ।
তুমি ঘুমেরও ঘড়ে
আমাকে হাঁসাতে চাও,
আবার  আমাকে তোমার ভালোবাসায় মুগ্ধ করতে চাও ।
কেন জানি,এখনও মনকে সারা দিয়ে যাও।।
জানিনা,অতীতের কথা ভেবে কখন যে চোখে স্রোত বয়ে চলে ।