মন উড়িয়ে দিতে ইচ্ছে করছে
খোলা মেঘের নীল আকাশে ।
আশার আলোয় প্রদীপ জ্বালতে ইচ্ছে করছে
অন্তরেও মনেতে ।
বন্ধু,বন্ধু তোকে চাই আমি বন্ধুর চেয়েও আপন করতে ।।
ভোরের পাখিদের সুরেলা গানের চেয়ে আগে,
জাগিয়ে দিস্ তুই প্রত্যহ আমাকে ।
শিশির ভেজা ঘাসের উপর দিয়ে
দুজনে হেটে পা ভিজিয়ে নিতাম সকালে ।
বন্ধু,তোকে চাই বন্ধুর চেয়ে আপন করতে ।


তোর কন্ঠস্বর কখনো কখনো যেন
মহিয়ান করে তোলে আমাকে,
তোকে চাই না হারাতে আমার থেকে আমাতে ।।
মিষ্টি রোদেলা হাসিতে,হাসিতে যেন পানি গড়িয়ে পরে
পাহাড়ের এক নতুন ঝড়নার সৃষ্টিতে ।
তোর মাথার সীমশিতল চুলগুলো যখন নাড়া দেই
গা শিহরে উঠে,
অবাক হয়ে চেয়ে রই সেই দৃষ্টিতে ।।
তোকে চাই না আমি হারাতে,আমার থেকে আমাতে ।
বন্ধু,তোকে চাই বন্ধুর চেয়ে আপন করতে ।


রাতের আকাশের জোনাকিরা যখন জ্বেলে থাকে
চেয়ে থাকি দুজনে ।
তারা ভরা আকাশে কখনো কখনো মন ছবি একে যায়
মনেরী অজান্তে ।
বন্ধু বলতে চাই বারে বারে,
কত ভালোবাসি যে তোমারে ।
ভিরু ভিরু মনে রিদয়েই গেথে থাকে
না বলা যত কথাতে,
মনের কুঁড়েঘড়ে রাখতে চাই
সারাটি জনম ধরে ।