জানি আমি,
মহান ধরনীতে একমাত্র মানুষই
মহান প্রেমিক ।
যেখানে পশু ধরে রাখতে পারেনা
এই ভালোবাসা ।
কিন্তু কেন,কেন মানুষ এত নিষ্ঠুর ।
চাঁদের হাসিতে যে জ্যোৎস্না ছড়ায়
কেন বুঝতে চায় না,
অবুজন্ত জ্যোতির মনটা ।
ফুলের সুগন্ধের খোজে
ভোমর যে অকুল আকুতিতে চেয়ে থাকে ।
থাকে যে চেয়ে,
গোলাপ,রজনী,জুঁই,চামেলী
শুধু সামান্যতর ভালোবাসা পাওয়ার আশাঙ্কাতে ।।


জানি আমি,তুমি আমাকে খুজছিলে
অঝোর ধারার বৃষ্টির কোনাতে,
খুজছিলে ফুলেয অংশুমালীতে ।
শুধু তোমার দুহাত বাড়িয়ে
আমি ধরা দেইনি ।
কেন জানি বারে বারে মনে হয়,
এরিয়ে যাচ্ছ তুমি আমাকে ছেরে ।
দুহাত বাড়িয়ে দেও শুধু
কল্পনাময়ী হয়ে ।
বলছি তোমায়,মনও প্রানও দিয়ে
তোমার জন্য চেয়ে থেকে এখনও খোলা আছে
হৃদয়ের দরজাখানি যে ।
তুমি আস না দয়া করে
কল্পনাময়ী হয়ে।।


রচনাকালঃ২৪-৮-১৪
-এলোমেলো ভালোবাসা-