জানি চলে যেতে হবে
একদিন,মায়াবী ধরনী ছেড়ে ।
বসুন্ধরার তৃর্ণ,বৃক্ষ,বীণও
সবি রবে পড়ে
শুধুই গ্রহন করতে হবে,
পরলৌকিক জ্বালা-যন্তনার ঘ্রাণও ।
জানি,পাতারাও তবু ঝড়ে পড়ে,
যদি শেষ হয়ে আসে জগতের এই খেলা ।
নদীর দুইকূল ভেঙ্গে ডারায় পরিনত হয়,
যদি গড়ে যায় বেলা ।
ভেঙ্গে ভেঙ্গে ক্ষয়ে যায় সব ।
তবু তার রেশ থাকে কিছু
জীবনের যত কলরব ।
মৃত্যুর শর্য্যায় শুয়ে তবুও
মুখে বাধা পড়ে না,অবার্ন্চিত মানবেরও ।


রচনাকালঃ২৫.৮.১৪
......ইহলোকের সাথী পরলোক......