ওহে,দৃষ্টির সাধনী
কল্পনার রানী জ্যোতি ।
মনের অগোছালো কাব্যবানী
শোনাতে চাই আমি এই এক্ষুনি ।
জানকি তুমি,জ্যোৎস্নাত্ব
আলোকিত রাতে
কিংবা বসন্তের রঙ্গিন মোহনায়
বর্ষার ঝর-ঝর বৃষ্টির কনায়
গ্রীস্মের ঠা-ঠা রৌদ্দের,মিষ্টি রসের ছোয়ায়
মন শুধু তোমাকেই খুঁজে বেড়ায় ।


মন শুধু চায়,তোমাকে নিয়ে যাই
স্বপ্ন মোহনায়,স্বপ্ন পরীর দেশে ।
যেখানে থাকবেনা কোন দ্বেষ_বিদ্বেষ
শুধু আছে প্রেম_প্রীতি,ভালবাসার ছোঁয়া ।
ছুটে যাব প্রজাপতির পিছু পিছু
দুজনে মিলে সাজাব রঙ্গিন কিছু ।
কিন্তু কই,স্বপ্নের মোহনায় স্বপ্নে
তুমি তো আছ অনেক দুরে।
মনের অগোছালো আধ্যান্তিকে
তুমি আছ চোখের দুটি তারাতে ।
পথ চেয়ে বসে থাকি
তুমি আসবে কবে ।