আমি বাংলার মুখী
উড়ালিয়া পাখি হয়ে আসব।
আসবো আমি শুধুই,বাঙ্গালীর জন্য
শান্তির পায়রা হয়ে উড়ে উড়ে
এই বাংলার সন্তান হয়ে ।
যখনি নামবে এই বাংলার বৈরাগ্যসন,
তখনি আর্বিভূত হব বৈরাগ্য করতে নিপাতন


থাকবো আমি এই বাংলায় তৃণ,বৃক্ষ,জল-জঙ্গলে
যেখানে চেয়ে রবে দেখতে পাবে শুধুই আমাকে ।
আমি আসব এই বাঙ্গায় দামাল সন্তান হয়ে ।
যখনি এই বাঙ্গায় ভিনদেশী অত্যাচারীরা
তাদের কালো হাত দিয়ে পতাকা ছুবে,
তখনি বিনাশ করতে আমাকেই দেখতে পাবে ।
আমি আসবো বিপ্লবী,সংগ্রামী
কখনো বা মুক্তিকামী হয়ে,
শুধুই এই বাঙ্গালা রক্ষার্থে ।