স্মৃতির দহনে পুড়ে পুড়ে
     আজ আমি অতি ক্লান্ত ।।
ওগো তোরা কেউ কী আমাকে
শান্তির ঘ্রাণে করবে কী শান্ত!
এত দিন ছিল শুধু মনে ব্যাথা..........
মনে হয়,একটু নিদ্রায় গেলে
পাবো সুখের আকাঙ্খা ।।
ঘুমে ঘুমে কেটে যাবে অনন্তকাল !


জানি,ফুলে ফুলে ভরে যাবে পথে ধারে,
তারারাও হয়তো ক্ষয়ে যাবে
ঐ দূর অন্ধকারে ।।
জোনাকিরাও জ্বলবে নিশি না ফুরালে ।
হয়তো রয়ে যাব স্মৃতিগুলোর ফাঁকে ফাঁকে ।।
জানি,রাত জেগে জেগে চিন্তিত হায়!
চোখের পাতায় পাতায় মোর
জীবনের আয়ু ফুরায় ।।
চলে যাব-যাব চলে বন্ধু
যাওয়ার সময় একটু স্মরন কর আমায়........
পাবে খুঁজে মোরে,
কলরবের স্মৃতির পাতায় পাতায় ।।


রচনাকালঃ৫.৯.১৪ইং
ইহলোকের সাথী পরলোক