বেদনার নীল রঙ্গের
      মনের কুঁড়ে ঘড়টা......
আজ অতি একা,অতি নিরাশা
নিরাশার প্রাণ পণে
      বাড়িয়ে আছে শুধু হাতটা ।।
চেয়ে আছে,গ্রীষ্মের খা-খা
রৌদ্দের মাঠের দিকে ।
কত আনমনে বৃষ্টি পড়ছিল,
     বর্ষার অঝোর ধারাতে ।।
কত স্বপ্ন বুনেছিল,
      মনের গহীনের অরন্যে ।
কুহু-কুহু ধ্বনিতে পাখিরাও
গান গাইছিল মধুর সুরে ।।
মনের অরন্যের ফুলগুলোও
যেন,ফুটে সুভাস ছড়িয়ে দিচ্ছিল......
শুধু তোমাতে আর আমাতে ।।


হৃদয়ের দেয়াল ঘেরা বনে......
শুধু থাকব দুজনে,
     কত যে চেয়েছিলাম মনে মনে ।
সোনার স্বপ্নের ফ্রেমও একেঁছিলাম আমি,
তুমি বিশ্বাস করতে পারবেনা মনে একাগ্রত ভাবে ।।
ভালবাসা নামক রাজ্যে
      আজ এতই অর্থহীন......
ঐশ্বর্যের কারনে ছাড়তে আমায়........
      তুমি করলেনা দ্বিধাহীন ।।


প্রকাশকালঃ৬.৯.১৪ইং
চাকাই,বীরগন্জ