যেখানে নেই কোন হেলা
নেই কোন কান্না,নেই কোন রোমাঞ্চ।
আছে শুধু মধুজ্জভরা
নীরবে থাকা পুষ্পিত ঘ্রাণত্ব।
সেই দেশে ভাই,
আমি একাগ্রত ভাবে হারিয়ে যেতে চাই।।
অন্তিম শান্তিপুরে রঙ্গে রঙ্গে রঙ্গিনে
লাজুক জীবনে বিত্তের দূর্ভাবনায়।।
যেখানে আয়ু ফুরায় না!
সামান্য নিয়ে তুষ্ট থাকে,
আমি সেই দেশে হারিয়ে যেতে চাই ।।
যেখানে কষ্টের নেই প্রাদুর্ভাব
আছে সুখের অন্তসাগর।
মানুষ মানুষকে বাসতে পারে ভালো,
পাড়াতো লোকে দুঃখে জ্বালাতে পারে আলো ।।
সেই দেশে,
বজ্রকন্ঠে বলছি ভাই
আমি সেথায় হারিয়ে যেতে চাই ।।


রচনাকালঃ১১.৯.১৪ইং