টিক টিক চলে ঘড়ি,
      থাকেনি তো কোথাও থেমে বসি !
দিয়েছে যে মোদের সাথে আড়ি ।
টিক টিক করে চলছে জীবন গাড়ি,
     অকুলধারার মন পাথারে ।।
টিক টিক করে,
      কখনো সুখে ভাসায় ।
আবার কখনো বা
      আমবস্যার রাত হয়ে দাঁড়ায় ।
টিক টিক করে ,
      জীবনটার আয়ু ফুরায় ।
ভবিষ্যৎ জানি না তাই
     কখন যে জীবন চলে যায় ।।
সময়ের নদীর স্রোতে,
    কখন যে প্রেমের বানে ভাসি ।
জানি না তাই,
    প্রিয়া বলে এবার আসি ।।


রচনাকালঃ১৯.৯.১৪ইং