আমবস্যার ঘোর নেমেছে আজি আমাতে ।
চারিদিকে অন্ধকারছন্ন,
নেই আলো,নেই ছায়া হয়েছি যে নিরছন্ন ।
ভালবাসা হয় বুঝি দিপ্ত নদী !
চলছে অসীমভাবে নিরবধি ।
জানি না কতদুর এগোতে হবে ।
আর কতদিনে ভালবাসি বলবে?
মনে কী পড়ে তোমার?
অদম্য সাহসে দিয়েছিলাম সাদাফুল ।
বলছিলে তুমি,
এখনে হইয়না তুমি আমার জন্যে ব্যকুল ।।
কিন্তু কবে,বলবে আমায় ?
আমার মনও প্রাণও যে পুড়ে জ্বালায় ।
আমার এই ছোট্ট নীড়ে ।
আজো আমি অপেক্ষার প্রহরগুনি,
বলবে কবে ভালবাসি ?
দিব যে গোলাপ,রজনী ।।


রচনাকালঃ২৪,৯,১৪ইং