অন্তিম ঠা....ঠা....রৌদ্দে
খেলছে খেলা বাংলার সন্তানেরা ।
কত হাসি,কত আনন্দ আর কত মোহনায় ছিল ঘেড়া,
সাহসী জননী বাংলা ।
ফাগুন মাসে বৈরাগ্য অসুরের নৃত্যয়,
"রুপালী সদ্য বাংলার মাঠ
আগুনে পুড়ে করছে ছারখার;
রক্তে রাঙ্গিত হল বাংলার পথ-ঘাট,
মা বোনের সন্মানহানী" ।
এত দুঃখ,কষ্টে বাংলার যুবক
তখনো থেমে থাকেনি ।
"ভুলেনি ত্রিশলক্ষ মানুষের লাশ
ধুকে ধুকে মেরে যে করছে গ্রাস" ।
বাংলার খর্বদেহ যুবক
দিয়েছে ভেঙ্গে অসুরের রক্তাক্ত হাত,
মাথা মটকে করছে তাদের নিপাত ।
এনেছে ফিরে শান্তির নিশানে;
সোনার অক্ষরে তাদের নাম আছে বিধানে ।


বিঃদ্রঃ কবিতাটি ভাল করে পড়ে যদি ভুল থাকে তবে ভুলগুলো ধরে দিবেন । এইটুকু করার জন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ ।