ভাসান তরী,ভাসান নদী
যার ইচ্ছে সবি স্বপ্নহরি ।
স্বপ্নে স্বপ্নে জাল বুনি,
হয়েছি যেন রাজদম্পতি ।
রাজার চেয়ে রাজা
হয়েছি মহা রাজা,
ব্যস্ত হয়ে আছে কাজে
আমার কত কর্মকর্তা ।
দুপাশে দুরানী...
শরীর টিপে,দিচ্ছে এনে
শান্তির অর্নি ।
সোনার রথে ঘুড়তে যাই,
রাজ্যের ফুলের বাগান ।
স্বপ্নে স্বপ্নে ডুবে
ভরে যায় আমার এই জান !
কিন্তু কি হায়!
এটা কী মানায়,
ঘুম ভেঙ্গে গিয়ে দেখি
সবি যে হারায় ।


রচনাকালঃ৩।১০।১৪ইং