হাজারো ভাষার ভিড়ে
গাঁথা আছে একটি ভাষা ।
যেই ভাষাতে শস্য দোলে,
কত ভাইয়ের প্রাণ গেছে চলে ।
কত মায়ের বুক হয়েছে খালি,
দানবেরা দিয়েছে যে হানি;
নৃত্য দিনে শুনি আমি
এই ভাষার সুর,
বজ্রকন্ঠে পাখি গান গেয়ে
লাগেও বেশ মধুর ।


জন্ম হয়ে যখন আমি
মায়ের কোলে থাকি,
মায়ের আধ আধ কথাতে
এ ভাষা শিখি ।
কবিতা,গান,ছড়াতে
আরও যত আছে সাহিত্য,
সবখানেই রয়েছে
মাতৃভাষার চিত্র ।
এই আমার মাতৃভাষা
আছে জগৎ জুড়ে,
যেখানেই যাও না কেন
পাবে ঘুরে ঘুরে ।
হাজারো ভাইয়ের হাজারো বোনের
এই বাংলাভাষা ।
ছাড়িব না আমি জীবন গেলেও
মায়ের গড়া এই ভালবাসা ।


রচনাকালঃ৬।১০।১৪ইং