রাস্তার পাড়ে পড়ে আছে,
হাফ ছড়ানো অনাদরের শিশু ।
ক্ষিদের জ্বালায় কাতর আছে হয়ে,
কেউ দেয়না এনে একটুখানি অন্ন বা কিছু ।


নীরবে তাদের জীবন গাড়ি
চলছে ধুকে ধুকে,
যদি একবার আস দেখে
ফাটবে তোমার নিষ্টুর বুকে ।


এলোমেলো চুল,ছিড়েছে কাপড়
শরীর দেখে মনে হয় বেরিয়েছে হার ।
শান্তিতে আছো গো তোমরা,
চেয়ে কী দেখেছ একবার?


আছো অসীম পাহাড়ে,অগাদ শান্তিতে
নেইকো তোদের দুখ ।
হাতে হাত মিলিয়ে দিতে কী পার না;
একটুখানি  সুখ ।


রচনাকালঃ১০।১০।১৪ইং