জীবনের বহমান সময়ের গাড়ি,
             চলে অন্তক্ষিপ্ত হয়ে,
         দীপ্তনদী ।।
চলে নীরবে,
                  নিজ ইচ্ছায়
           নিজ মনে ।।
নদী নীরব নদীকে
                      দিতে পার          সাড়া,
জীবন হবে না আর
                         ব্যাকুলহারা ।।
ধুকে ধুকে মরবেনা আর
                     সময়ের তরে,
বহমান নদীও চলবেনা আর
     নিজ ইচ্ছায়,নিজ মনে