তোমায় নিয়ে কিছু লিখব বলে,
এক টুকরো কাগজ আর
নিয়েছি স্বল্পদামী একটা কলম ।
পাইনা খুঁজে ভাষা,
লিখব কীভাবে মনে আছে যত আশা ।
একটু একটু পড়ছে মনে,
নুপুর ছিল তোমার পায়ে ।
ভরা ছিল হাত চুড়িতে,কানে ফুলের দুল
শীতল সমীর নাড়া দিচ্ছিল তোমার এলোচুল ।।
ডাগর ডাগর দুটি আখিঁ
ছিল ভরা কাজলে,
তোমায় নিয়ে কিছু লিখব
এক টুকরো কাগজ আর স্বল্পদামী কলমে ।
ছিলে তুমি দাড়িয়ে,পরা হলুদশাড়িতে
একাকী রাস্তার পাশে ।
সবি আছে মনের মাঝে অঙ্কিত হয়ে ছবি ।
একটু একটু স্মরন করে,
লিখে হয়ে যাব কবি