আজ একটি কথাই বারে বারে
আঘাত হানছে আমার বুকে ।
একটি স্মৃতিই বারে বারে যেন
মনকে কাঁদিয়ে তুলছে ধুকে ধুকে ।
স্বদেশে আমার লাখো ভাই
আছে যেথায় সেথায় ।
কাজকর্ম নেইকো বলে,
দুঃখ; কে'মনে তাদের ঘুচায় ।
নিঃকর্মা নয়কো তারা
অতি বলবান ।
অর্থ নেই বলে
কোথাও হতে পারেনা যুক্ত,
আর কেউ করেনা আহ্বান ।
শিক্ষিত হয়েছে তাতে কী?
নেই যে তাদের টাকা ।
চাকুরী খুঁজতে খুঁজতে যা ছিল
সব গড়িয়ে,হয়ে গেল ফাঁকা ।
তার প্রতিফলে জ্ঞানী ভাই আমার,
ঢালল জ্ঞান কালো বাজারে।
এখন একটি পেশায় হল তার,
রাতের অন্ধকারে চুরি করা
মানুষের ঘড়ে ঘড়ে ।
কত ভাই যে বেছে নিল
কত দূর্নীতি কাজ,
টাকার জন্য হত্যা করতে
দ্বিধাবোধ করেনা আজ ।
এসব দুঃখ কে'মনে যায় চুকে ।
একটি স্মৃতিই বারে বারে যেন
মনকে কাঁদিয়ে তুলছে ধুকে ধুকে ।


রচনাকালঃ২৯।১০।১৪ইং