আমার এই সোনার দেশে
ছোট্ট চাকাই গাঁ,
মনকাড়া তার চারিদিকে
সবুজ সমারোহের ছায়া ।


শর্সে ফুলের গন্ধ মেখে
দোল খাওয়া তার গাছে,
মন যে আমার কেঁড়ে নেয়
তার অপরুপ দেখে ।


শিশির ভেজা ধানের শীষে
শির শিরিয়ে উঠে,
মধুর সুরে সাড়া দেয়
হরিৎ পাখি টিয়ে ।


দিঘীর জলে রং মাখিয়ে
শাপলা শালুক ফোটে,
সাদা বকের মেলা বসে
বাশঁ বাগানের চূঁড়ে ।


ছোট্ট গাঁয়ে আরও কত
হরেক রকম খেলা,
দেখে দেখে গড়ে যায়
সারা দুপুর বেলা ।