জীবনের প্রথম অনলাইনে কবিতা প্রকাশ করি এই "বাংলা কবিতা" ওয়েব পেট্রোলে । কিন্তু গত ২৬ডিসেম্বর হতে মোবাইল দিয়ে এই ওয়েব সাইটে প্রবেশ করা যেত না ।এ সমস্যায় শুধু আমি নিজেই ভুগিনী আমার ফেসবুক ফ্রেন্ডের অনেক নবীন কবিরাও ভুগছে ।
এই ৬মাস আমি খুব চিন্তায় ছিলাম যে, আমার এই কচি হাতের লেখাগুলো কী আর কখনো ফিরে পাব না? নাকি হারাতে হবেই ।। মাঝে মাঝে তাই bangla kobita লিখে গুগলে সার্চ দিয়ে প্রবেশ করতাম কিন্তু অনেক ভেজাল দেখায় । যার কারনে, আশা ছেড়ে দিছিলাম এই ওয়েবের ।কিন্তু আজ হঠাৎ করে ফেসবুক ফ্রেন্ডের prosanto নামের একজন কবির এই বাংলা কবিতা ওয়েবের লিংকে ক্লিক করলাম দেখতেছি প্রবেশ করতে পারছি ।। আমি সত্যিই আজ আনন্দিত । আবারো লিখতে পারব এই ওয়েবে ।আমার লেখাগুলো চিহৃ থেকেই যাবে...


আপনাদের কবি আসরের সবচেয়ে ছোট নবীন শব্দের গুছানোর প্রহরী


"বিজয় রায়"
দশম শ্রেণীতে লেখাপড়া করতেছি