তোমাকে দেখি আর বিস্ময়ে স্তব্ধ হই -
এই তো শ্মশান-শয্যায় শুয়ে আছ অটল,
যেন হিমাদ্রির শিখরে জমাট বাঁধা
অগ্নিশিখার নীরব ইতিহাস।
ছাপানো মহাভারতের পৃষ্ঠা ঝরে যায়
অক্ষরে অক্ষরে জ্বলে উঠে রণহুতাশন,
তবু তুমি নির্বিকার, প্রস্তর-নিষ্ঠুর।

কিন্তু
পিছনের প্রাচীরে লিখে রেখেছ
অসমাপ্ত যুদ্ধের রক্তাক্ষর,

কিন্তু
বক্ষের আবরণ সরালেই -
অনাহত বিষাদের গহ্বর,
অশ্রুহীন খাদের কৃষ্ণচূড়া।