আমি হতে চাই পারাবার
যার বুকে শত কষ্টের তরঙ্গ গর্জে
লোকচক্ষুর অন্তরালে লবণাক্ত জলে
যার কাছে এসে সুখের মুগ্ধতা পাওয়া যায়
কিন্তু দুঃখের গভীরতা নির্ণয় না যায় ।
আমি ন্যায়ের তরে হতে চাই প্রস্তর কঠিন
যাকে জলজ্যান্ত ইটের ভাটা পুড়াতে ব্যার্থ
তবে, চারপাশের মানুষ আর প্রতিবেশের তরে
আমি হতে চাই মাটি কিন্তু
মূল্যবোধ ও নৈতিকতায় হতে চাই খাঁটি ।
সম্পর্কের তরে হতে চাই লজ্জাবতীর মতন
অন্যের স্পর্শে প্রচ্ছন্ন করি সব গোপন
সম্পর্কগুলো আঁঠালো নয় তবে নিরাপদ দূরত্ব
অনিষ্ট চাই নে আমি,দেখিয়ে ভিতরের যত ক্ষত।
আমি হতে চাই বড়ই হৃদয়হীন
লুকিয়ে অপ্রাপ্তি আর অপমানের দীর্ঘশ্বাস
ট্রমাটিক অতীত যেথা গোপনে প্রিয় মানুষের বাস
অবিশ্বাসের যুগে গড়তে চাই নিরাপদ আগুনের দেয়াল
এখানে বিশ্বাসের ঘরে অবিশ্বাসের কঠিন স্পর্শরাও বেহাল।
আমি ভালোবাসার তরে হতে চাই বড্ড বোকা
আমার বিশ্বস্ততাকে পুঁজি করে চালাতে পারে ধারালো খঞ্জর
আমার কোমলতায় ঐ খঞ্জর গুঁজে কাতরাবে তার অন্তর
সততার তরে চিরতরে রব সামান্য সান্ত্বনার লোভে অসম্ভবপর।