দুঃখ আমার অন্তরীক্ষের ধূমকেতু
আঁধার-ছেঁড়া এক বিষাদ-রোদ্দুর,
ক্ষত-চিহ্নের আল্পনায় রক্তে লিখি
বেদনা বিধুর—মর্মান্তিক পুঁথি।
দুঃখ আমার ভাঙা গড়ার কাঁটা,
অর্ধ-মৃত সময়ের ফাঁকে ফাঁকে
ঝরা পাতার শব্দে জমে থেকে
অস্তিত্বের গহীন পাঁজরে আঁকে।
দুঃখ অগ্নিশিখার মতো জ্বলে
শ্মশান-শান্ত আমার নিশ্বাসে,
বিষণ্ণ বীণার তারে তারে বাজে
মরুভূমির মরীচিকা-আশ্বাসে।
আমি শোকের সাগরে ডুবুরি
অশ্রু-সলিলে ভাসি অনিবার,
দুঃখ আমার কবরের ফুল
নিষ্ফলা প্রেমের শেষ চিঠি—তার।