ইসলামের আইন আল্লাহর দান,
কেউ তা বদলাবে, কীসের অধিকার?
কমিশন আজ যা চায়,
তা কি শরিয়তের সাথে যায়?
মেয়েরা পাবে সম্পত্তিতে সমান ভাগ?
কিন্তু আল্লাহ তো দিয়েছেন স্পষ্ট হিসাব।
কে দিলো এই হুকুম, কে শুনলো না কুরআনের বাণী?
ইসলামের বিধান নিয়ে খেলা, এ কী সস্তার ফেমিনিজমের গল্পখানি?
যারা বলে, "যৌনকাজ পেশা, দাও স্বীকৃতি",
তাদের বিবেকে জিজ্ঞাসা—এ কী ন্যায়-নীতি?
ইসলামে হারাম এই কাজ, গুনাহের পথ,
তা সম্মান দেবে? এ কী অবাস্তব প্রস্তাবের জোরাজুরি কত!
সংসদে আসন বাড়াবে, নারী-পুরুষ সমান করে?
কিন্তু ইসলাম তো দিয়েছে নারীকে শ্রেষ্ঠ মর্যাদা ঘরে।
মায়ের পায়ে জান্নাত, বোনের অধিকার,
তবুও কেন বিদেশি চিন্তা ঢুকছে বারবার?
ওগো কমিশন, শোনো একবার,
ইসলামের আইন নয় কোনো মানুষের তৈরি সংস্কার।
আল্লাহর হুকুম অটুট, অপরিবর্তনীয়,
তা নিয়ে চালাকি করো না, এ দাবি অগ্রহণযোগ্য, অশোভনীয়।
সংস্কার চাইলে ইসলামের ভিতরে থেকে করো,
নইলে থামাও এই খেলা—বিরত থাকো।
মুসলিম উম্মাহ জাগো, সচেতন হও,
ধর্মের নামে ফিতনা রুখে দাঁড়াও!
"ইসলামের আইন নয় মানবরচিত,
এ সত্য যেন থাকে অমোচনীয়, অপরাজিত!"