যদি একদিন এই মৃৎপিণ্ড লয় হয় মহাকালের করতলে,
যদি ছিন্ন হয় সকল বন্ধন, যদি স্তব্ধ হয় সকল কলরব—
তুমি কি তখনো উৎকীর্ণ করবে আমার নাম
অস্থির বালুর ওপর, ক্ষণস্থায়ী লিপির মতো?
যদি অগ্নিগর্ভা পৃথিবী গ্রাস করে আমার শেষ চিহ্ন,
যদি সমুদ্রের অতল তলে বিলীন হয় আমার স্বর—
তুমি কি তখনো ডাকবে আমায় অন্ধকারের গর্ভ থেকে,
যেভাবে ডাকে মহাদেব তন্ত্রবিহ্বল রাত্রিকে?