সারা দুনিয়ার মানুষ আজ ঘুমের ডিমে ভাজা,
জেগে আছে শুধু বিশ্বায়নের হাতপাখা-ছাঁটা রাজা।
সংকটের ফসল ফলায় তারা রোজ নতুন চাষে,
শুভবুদ্ধি আজ কোণঠাসা—লুটেরা সময়ের গ্লাসে।
মানবতা আজ লাঞ্ছিত, বিজয়ী-পরাজিতের খেলায়,
লোভীর সাথে লোভীর জুটি—অন্ধকারের মেলায়।
সভ্যতা-প্রগতি আজ ধুলোয় মোছা পুরোনো বই,
ন্যায়? সে তো পাহাড়ি নদী—শুষ্ক মরুতে রই।
যন্ত্রের গতিতে ঘুরছে পৃথিবী, বিবেক গেছে থেমে,
অদূরদর্শী চোখে আগামী কাল, ঝাপসা আসবে নেমে।
কেউবা ছুটে, কেউবা ছুটতে বাধ্য—পেছনে কারা?
অশুভবুদ্ধির জয়জয়কার—আলো যেন মরা!