বড্ড বেমানান
        আ স আল মুস্তাগনী


নিজেকে আজকাল বড্ড বেমানান লাগে
ওরা শহুরে, আলিশান মহলে বাস
জীবনের খেলাঘর ভেঙে খান খান হয়ে গেছে
পৃথিবীর রঙীনতা ছোঁয় না আমায়
দিগন্তপ্রসারী রঙধনু খেলা করে
লাল নীল বেগুনী...


আমি অস্পৃশ্য, অপয়া যেন পৃথিবীর যোনী পথে৷
সুখ পায়নি জন্মদাত্রী, বেদনার রক্তে রক্তস্নাত৷
অগোছালো সবকিছু
অস্পষ্ট জীবন ডায়েরী
মহাজন হিসেবের খাতা ছিঁড়ে ফেলেছে
শূন্য রিক্ত হস্ত


সরাইখানার দরজাটা বন্ধ হয়ে গেছে চিরতরে৷
আমি আজ বোঝা হয়ে গেছি
তাই বড্ড বেমানান লাগে সকলের মাঝে৷
বড্ড বেমানান...  
  
           """""""""""""""""""""""""""""""""""""""""""
               স্থান: ফতুল্লা, নারায়নগঞ্জ
               রচনাকাল: ২৯.১০.২০১৭