এদেরে ধিক্
_আল মুস্তাগনী


আর রক্ষে নাই গো মা
     চলো তাড়াতাড়ি
দেবো দিগন্ত ওপারে পাড়ি৷


বসে কেন এই বেলা?
     উঠো তড়িঘড়ি
আসছে হায়েনার দল ভারি৷


বাতাসে বারূদ মিশে
     গন্ধ আসে ভেসে
মুক্তি নেই মা যে দেবে এসে৷


শোনো নটেদের হাসি
     লম্পটের দল
খুবলে খেল রহিমার দেহ-বল৷


আহ! বেচারী  মর্জিনা
    গর্ভে বাছাধন
মরে গেল বয়ে নির্যাতন৷


আকাশ-বাতাস ভেদী
  এ কী! আহাজারী
দেখো রোহিঙ্গা লাশের সারি৷


মাগো স্বামী গেছে মারা
     নষ্ট বীর্য দেহে
বলছ তোরা প্রতিশোধ নে হে৷


তুমি কাদের বলছ মা
    এরা ছেলে নয়
কাপুরুষ এদের পরিচয়৷


সে অতীত মুসলিমের
    এরা মুনাফিক
ইবনে কাসিম নয় এদেরে ধিক্