করবি শাষন সবি
     _আল মুস্তাগনী


তোরে নিয়ে স্বপ্ন কত
মহান মালিক জানে,
তোরে নিয়ে কত আশা
জানেন তারই মানে।


তবু আমায় অন্যজনে
তুলনা করিস তুই,
জানিস কিরে অন্ধ-বোবা
ওরে জীবন জুঁই।


এত ভালো বেসেও তোরে
অন্য নামে ফুটিস,
দিতে কিরে কম করেছি
অন্য পায়ে লুটিস!


তবু তোরই জন্যে আমি
দোয়া করে যাই,
সর্বজনে পাশে নিয়ে
বড় হ রে চাই।


আমি যদি না থাকি রে
কষ্ট  পাবি নাকো,
যে ছিল তোর সে যে আছে
আছে প্রাণের সাঁকো৷


সেই সাঁকোতে উঠে রে তুই
সিন্দাবাদের মত,
সাত-সমুদ্দুর তের নদী
পাড়ি দিবি যত।


আনবি ছিনে সাতনড়ি হার
আরও  নূরের রবি,
সুলতানা তুই সাহিত্য ও দেশ
করবি শাষন সবি।