নরপশু
                আল মুস্তাগনী


                  ওরা হায়েনা
         ওরা গাহে না সাম্যের গান
সহসা টুটি চেপে করেছে খুন মানবতার শান৷


                  ওরা জল্লাদ
          ওরা কিছু শুনবে না বধীর
ওরা নীরবে করে যে খুন ঢেঁকুর তুলবে তৃপ্তির৷


                  ওরা পিশাচ
          ওরা অট্টহাসির আড়ালে
রক্তের হলি খেলায় মেতে থাকে রাত্রি ও সকালে৷


                  ওরা নরক
          ওরা ভষ্ম করে দেয় সব
উর্বর লোকালয় বসতি  ধ্বংসে করে যে উৎসব৷


                 ওরা বীভত্‌স
          ওরা বিকৃত জড়জীবন
ঝোঁপ-ঝাড়ের গর্তে বেড়ে ওঠা যে কোন জংলাবন৷


                   ওরা ধর্ষক
           ওরা নিমকহারাম সবে
যে খাওয়ালো নুন লোলুপ দৃষ্টিতে তারই ক্ষতি লভে৷


                   ওরা বিষম
           ওরা সমাজে কালনাগীন
মরোমরো ভেবে বেঁচে তুলে করে  জীবন সঙীন৷


                   ওরা বিরাণ
           ওরা করে ধরা সরাজ্ঞান
তাই তো উজাড় জ্যান্ত ভূমি নৈঃস্বর্গের আরাকান৷


                   ওরা দানব
             ওরা শয়তানের দল
ওদের পদতলে পিষ্ট এ মানব ধরণীতল৷


                  ওরা যে ভীরু
          ওরা যে কাপুরুষের দল
ধর ধর ধর ছাড়িস না ওদের পাঠা রসাতল৷


                  ওরে সাবধান
             ওদিকে খেয়াল রাখ্
নরপশুদের রক্ত যেন পড়ে নাকো এ জমীন পাক৷