অভাবে যার স্বভাব গেছে মরে,
সেই নরাধম সঠিক কি তা বুঝবে কেমন করে?
দিনের শেষে দুলুকমা ভাত আহার যদি জোটে,
সে ভাবনাতে এদিক ওদিক ঘুরছে ছুটে ছুটে।


ঘরে যে তার বাপ-মা আছে, বউ-ছেলেদের হাক!
অভাব যে তার নিত্য দিনের, আর কিছু না থাক।
বিচার বুদ্ধি সবই আছে, আছে পূর্ণ জ্ঞান,
জ্ঞান দিয়েতো পেট ভরেনা থাকলে ক্ষুধার ধ্যান!


সুশিক্ষিতের ডিগ্রি আছে, গায় জড়ানো জ্যাকেট?
মিথ্যা ওসব বাস্তবতায়, মিথ্যা সার্টিফিকেট।
দিন মজুরও কাজের মাসুল অর্থ কিছু পায়,
বেকার যে সব শিক্ষিতেরা তাদের কি উপায়?


আসল কঠিন বাস্তবতা বেকার সমাজ বোঝে,
নিয়তিরই কঠিন কামর বসে সময় বুঝে।
আজকে আমার বাংলাদেশে যত অধঃপতন,
তার পেছনে যুক্তি কেবল অভাব আর অনটন।


সাধ্য কাহার ব্যস্ত দেহে মন্দ নিয়ে ভাবার,
বেঁচে থাকার যুদ্ধ যেন ঠিক শুরু হয় আবার।।