বিদ্যাতে বুদ্ধিতে যে মানুষ বড়,
সে থাকে আড়াল তুলে হয়ে জড়োসড়ো।


যে মানুষ নিচু-ছোট মন কঁদাকার,
সমাজের লোকালয়ে দেখা পাবে তার।


মন খুলে কথা বলে যে মানুষ গুলো,
একাকী আরালে কাঁদে হয়ে মনভুলো।


মনের মধ্যে যার থাকে নানা রঙ,
উপরে হাসির ছড়া মনে আবরন।


মন্দতা, অশুভতা ছেড়ে দিয়ে ভাই,
গৌরবে শির উঁচু করতে যে তাই।


ইচ্ছাতে শক্তিতে ভালো কিছু পেতে,
সব কিছু ভুলে থাকো চেষ্টাতে মেতে।।


০১-০৩-২০২০
জয়দেবপুর, গাজীপুর।