আমাকে তোমার হঠাৎ মনের অজান্তেই মনে পরে যেতে পারে,


নির্মল ভোর, তপ্ত দুপুর, গোধুলী সন্ধ্যা অথবা নিশিত রাতে বারংবার!


অদৃশ্য মায়ার টানে হঠাৎ আবেগী প্রেমিকার মত দুচোখে লোনা জলে ভরে উঠতে পারে তোমার,


হাহাকার, বিষাধবেদনায় তোমার মুগ্ধতা টুকো মলিনতার চাঁদরে ঢেকে যেতেই পারে আচমকা,,


বৃষ্টির শেষে মেঘের গর্জনের সাথে অস্থির অনুভুতি গুলো তোমাকে ডুকরে ডুকরে কাঁদাতে চাইবে,


কিংবা নিজের অজান্তে অশান্ত মায়া গুলো মনে গভীর ক্ষত এঁকে যেতে পারে জোড় করে।


বাতাসে ভেসে আসা অতীতের ভাবাবেগ গুলো তোমার মৌনতাকে নাড়া দিয়ে যেতে চাইবে ইচ্ছাকৃত ভাবে।


মঙ্গল অমঙ্গলের এই শহরে নিঃসুখ জীবনের সাথে আসবে বাস্তবতা সন্ধিক্ষন।


মন আকাশে ডানা মেলতে চাইবে তোমার মাঝে মাঝে,
সময়ের বিবর্তন তবুও তোমাকে পাল্টাবেনা,


তুমি শান্তি পাবেনা কখনোই-
কারন পাপ আর ছলনা কখনোই নিজের মন থেকে মুছে ফেলা যায়না।।।