কেউ যদি বলে স্বাধীন দেশেতে পেয়ে গেছি স্বাধীনতা?
বলব আমি অন্ধ সে লোক সব তার অজ্ঞেনতা-
রাস্তায় পরে মরা যদি হয়, এ স্বাধীনতার নাম?
বলব তবে, বৃথা দিতে হলো, লক্ষ প্রাণের দাম !


স্বাধীনতা যদি মঙ্গল ফেলে অমঙ্গলের হয়?
ক্ষনে ক্ষনে যদি অকারনে হয় নিরীহ প্রানের ক্ষয় ।
দূর্বল জাতি মনে মেনে নিয়ে ভিক্ষায় ধরে দাঁড়,
ভিন্য দেশের পায়েতে লুটিয়ে হাত পাতি বারেবার ।


চোখ রেখে তবু অন্ধের মত দেখে যাই শুধু ছলা,
সবে মিলে যদি এসব সাধনে না’ই পারি কিছু বলা ?
তবে স্বাধীনতা, মূল্য কিসের ?
কিসের’ই বা প্রয়োজন ?
প্রশ্ন তোমার বিবেকের কাছে, আছো যত সাধারণ।


গণতন্ত্রের মানে যদি হয় হরতাল-অবরোধ,
নিজ জাতিতেই লেগে থাকে শুধু অক্ষমতার ক্রোধ।
তাহলে কেবল বৃথা দিন যাবে হবে নাতো কোন ফল,
গণতন্ত্রের শর্ত কেবল “একতাই হলো বল” ।


করে দিতে হবে দূর্নীতি রোধ, দালালের কারসাঁজি,
অপরের তরে সঁপে দিতে হবে- নিজের জীবন বাঁজি।
পথে ঘাটে যারা অনাহারে মরে, স্বাধীনতা তারে দাও,
সত্যের তরে সংগ্রাম করে করে, তাদের দায়িত্ব নাও।


সবলে কেবল একলা খেওনা, অবলারে কিছু দিও !
স্বাধীন দেশের স্বাধীনতা টুকু ভাগাভাগি করে নিও ।
এক সাথে হয়ে এ দেশ বাঁচাও, রুখে দাও ষড়যন্ত্র,
তাহলে বুঝব ফিরে বুঝি এল প্রাণ দেয়া গণতন্ত্র ।