কালো মেয়ে তার কালো কালো চুল,
চোখ দুটি তার ঝর্ণার মত,
কালো দেহে তার লুকিয়ে যে রূপ,
হেরে বুঝি গেল সুন্দর যত।


লাবণ্য প্রভা জেগেছে সে দেহে,
বৈভব তব দেহটিতে ছেয়ে
উচ্ছল সে যে কামনাপূর্ণ
সচল হয়েছি তাকে ভালোবেসে।


রঙে সে কৃষ্ণ মনে সেতো নয়,
তার মত কে'বা কত জন হয়?
কায়া তব পানে তাকে যত দেখি
লাগে তত বেশি ভালো-
ভেতরে তার যে মায়া লুকানো
তার মাঝে শোভা আলো।


মিষ্টি হাসিতে অধর পরশে
কি যে সে রূপের ধার,
তার পানে শুধু ছুটে যায় মন
ভালোবাসা পেতে তার।


তার মাঝে আছে সুখের সীমানা
ভূলোকে স্বর্গ সুখ,
কালো মেয়েটির কালো আবরনে
হয়ে যাই উৎসুক।