বিষন্যতা যখন চোখ ছুয়ে যাবে তখন আকাশের রঙ নীল থাকবেনা,


আঁধার কালো অন্ধকারে ঝড় হবে, দমকা বাতাসে উড়বে তোমার চুল,


মেঘে মেঘে ঘর্ষন হবে, আকাশ থেকে বরফের পাথর ঝড়বে- যাকে তোমরা শীলা বৃষ্টি বলো।  


দূর থেকে ধেয়ে আসা কালো রঙের মেঘে চারিপাশ ঘিরে যাবে কুয়াশা অন্ধকারের রাজত্ব,


আহা! কি নীরব নিথর পরিবেশ- আকাশের রং পাল্টে যেতে দেখাতো সবার ভাগ্যে জোটেনা !


ঘুম চোখে হঠাৎ ভোর হবে,
মৃত্যুরা সারাক্ষন ঘিরে রাখবে তোমার অবয়ব,


নিষ্ঠুর সময়ের বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে পারবেনা তুমি কখনো।
দূর্বার বেগে ধেয়ে আসা বৃষ্টি রাশি তোমার চুল ভিজাবে, ভিজবে তোমার সমস্ত শরীর, দেহ, মন অথবা মনের বাইরের সব কিছু।


আবেগে মাঝে মাঝে হাসবে তুমি, আবার হঠাৎ কেঁদে কেঁদে বুক ভিজাবে যেন আকাশের সমস্ত মেঘ তোমার মনে ভর করেছে- খুব কষ্ট হবে তোমার।


নিশাচর ঐ তুমি রাত জেগে থাকবে, ঘুম আসবে বারবার কিন্তু তোমাকে তুমি ঘুমাতে দিবেনা নিজেই,


মনের মেঘ কেটে যাবে শেষ রাতে, আবেগের ঘোর কাটিয়ে তুমি ফিরে পাবে তোমার বাস্তবতা।


রাত শেষে ভোর হবে, নীল আকাশ, সবুজ গাছ-পালা অথবা কিঁচির মিচির ডেকে যাওয়া পাখির কলরবে তোমার ঘুম ভেঙে যাবে।


সারা রাত জেগে কাটানো ঐ তোমাকে আর এই তোমাকে মিলানো যাবেনা কোন মতে।


কিছু কিছু মানুষের হাসির আরালে দুঃখ লুকিয়ে থাকে-কেউ জানেনা।
কষ্ট নিয়ে বেঁচে থাকা মানুষ গুলোর মুখে লাগানো থাকে মিথ্যে হাসির নকল মুখোশ,
যে মুখোশ রাত ফুরালেই খুলে পরে।।


২৫-০২-২০২০
জয়দেবপুর, গাজীপুর।