আমার আত্নচিৎকারে পৃথিবীর ভূমি কাপেনা,
তবুও সমস্ত আর্তনাদ গুলো একত্রে মিশিয়ে বিষাধসিন্ধু রচনা করেছি মনে মনে।
আমার জাগতিক কল্পনারা সুখের নেশায় উল্লাসিত হয়,


যে মনে একেছিলাম মায়া মমতার দৃশ্যপট সেখানে আজ তীব্র ক্ষরার জয়জয়কার।


আমার কথাতে আর ফিরবেনা ভিন্য পথে চলে যাওয়া কথা না রাখার দেবী,
কামনা বাসনারা আজ ফ্যাকাশে মায়ার অবতল দর্পনে হারিয়ে গেছে।


দ্বিধা, ভয়, মঙ্গল, অমঙ্গল চিন্তা চেতনার বাইরে গড়াগড়ি খাবে।
ভুলে যাওয়া স্মৃতিরা মাথাচারা দিয়ে উঠবে ভাবাবেগে, নিস্ফল কর্মরা চঞ্চলতা হারিয়ে বাসি হবে।
তবুও এ আমার কথা কেউ শুনবেনা।


জীর্ণ দেহখানি মলিনতার আদর্শে যাবে অধঃপতনের শেষ সীমানায়।
ভুল করে যদি হেসে উঠি? কেউ ভয় পেওনা।
আমার হাসির শব্দে মাটি কাঁপবেনা-
এ আমার নিজস্বতা।।