কেমন করে পারলিরে তুই, সুখ গুলো সব ছিনিয়ে নিতে,
রাতের ঘুমে সংগোপনে মন থেকে মন তারিয়ে দিতে?
সবার যেমন ইচ্ছে থাকে জীবন যাপন সুখের হবে,
আমার যে হায় সব হারলো তুই বিনে সব শূণ্য তবে?


আরাল থেকে দেখছি তোকে আমার যে তাই মন মানেনা,
শূণ্য হৃদয় বড্ড একা করবো কি তা মন জানেনা।


হাজার হাজার গল্প বুনে তুই কেন আজ পালিয়ে গেলি?
আজ আমি তাই বড্ড একা মন হারানোর খেলা খেলি?


স্বপ্ন ছিল অনেক বড় দেখিয়েছিলি তুইতো নিজে,
স্বপ্ন ভাঙার দায়িত্ব নিয়ে লাভ কি হল, বল না কি যে?


মনের ভিতর আগুন জ্বলে, একলা জ্বলি কেউ দেখেনা,,,
হারিয়ে খুজি একলা একা আমার খবর কেউ রাখেনা।


তুইতো বড় স্বার্থবাদী আমায় কেনো দুঃখ দিলি?
চলনা আবার অতীত ভুলে এক বাঁধনে আবার মিলি?